Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শীতে বাড়ে ত্বকের ইকথায়োসিস, করণীয়

Main Image

রোগটির প্রকোপ শীতকালে বেশি দেখা যায়


শীতে বাড়ে ত্বকের ইকথায়োসিস রোগ। এটি এমন একটি রোগ, যাতে ত্বক শুষ্ক থাকে এবং দেখতে মাছের আঁশের মতো দেখায়।

অনেক ধরনের ইকথায়োসিস আছে। তবে ৯৫ শতাংশ রোগী ইকথায়োসিস ভালগারিসে আক্রান্ত। রোগের তীব্রতা ব্যক্তি ভেদে ভিন্ন রকম হয়। কারও ত্বক হালকা শুষ্ক থাকে, কারও কুৎসিত রকম মাছের আঁশের মতো কালো হয়। আবার কারও ত্বক ফেটে রক্ত ও আঠালো রস পড়ে।

রোগটির প্রকোপ শীতকালে বেশি দেখা যায়। মূলত শুষ্ক আবহাওয়ার কারণেই এমনটি হয়। জন্মগত বা বংশগত, কিছু ওষুধের প্রতিক্রিয়ায়, শরীরের ভেতরে কিছু রোগের উপসর্গ থেকে সাধারণ ইকথায়োসিস রোগ দেখা দেয়।

কোনো ওষুধের কারণে রোগটি হলে, সে ওষুধসেবন বন্ধ করে দিতে হবে। কোনো রোগের কারণে হলে আগে রোগটির চিকিৎসা করাতে হবে। আর প্রাথমিক চিকিৎসা হিসেবে সাবান, বডি ওয়াশ বন্ধ করতে হবে এবং ত্বকে প্রচুর পরিমাণে অলিভ অয়েল, পেট্রোলিয়াম জেলি, গিলিসারিন ও নারিকেল তেল ব্যবহার করতে হবে।

আরও পড়ুন