Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বিএসএমএমইউ'র রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Main Image

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের কাছে ফলাফল হস্তান্তর করছেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের অধীনে মার্চ- ২০২৩ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘এ’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ( ৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের কাছে এ ফলাফল হস্তান্তর করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bsmmu.edu.bd এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

এরআগে, শুক্রবার সকালে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৯ ডিসেম্বর) রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) ক্যাম্পাসের ১৫৪ টি হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এবারের রেসিডেন্সি এমডি ও এমএস ভর্তি পরীক্ষায় ১৪ শত ৭ টি আসনের বিপরীতে মোট চিকিৎসক পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন ৯ হাজার ১শত ৭৪জন। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৮ ঘন্টার মধ্যেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন