Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


নিরাপদ আবাসন দাবিতে শের-ই-বাংলা মেডিকেলে বিক্ষোভ

Main Image

নিরাপদ আবাসনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা


নিরাপদ আবাসনের দাবিতে বিক্ষোভ করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টায় তারা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী সাগর বলেন, আমরা যে ছাত্রাবাসে থাকছি, তা ঝুঁকিপূর্ণ। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। প্রশাসন নতুন ছাত্রাবাস না করে দেওয়ায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে থাকছি। নিরাপদ আবাসনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি হলগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। আশা করছি, দ্রুত আবাসন সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন