Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঢাকার নতুন সিভিল সার্জন ডা. আবুল ফজল

Main Image

ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ছিলেন


ঢাকা জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান। তিনি ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্থলাভিষিক্ত হবেন। আগে তিনি টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ছিলেন।

সোমবার (৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডা. আবুল ফজলকে ঢাকার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী সপ্তাহে তিনি যোগদান করবেন।

নতুন কর্মস্থলের বিষয়ে ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, আমরা তো আসলে সরকারি চাকরি করি, যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়। এর আগে আমি স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করেছি, বদলি বা পদায়ন মূলত আমাদের রুটিন ওয়ার্ক। এটা আমাদের চাকরিরই অংশ। তারপরও বিষয়টা আমার জন্য আনন্দের।

আরও পড়ুন