Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডেন্টাল ভর্তি পরীক্ষাতেও মেয়েদের বাজিমাত

Main Image

এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হন সুমাইয়া মোসলেম মিম। অন্যদিকে ডেন্টালেও প্রথম হয়েছেন নাসরিন সুলতানা ইভা


মেডিকেলের (এমবিবিএস) মতো ব্যাচেলর আব ডেন্টাল সার্জারিতেও (বিডিএস) বাজিমাত করেছেন মেয়েরা। মেডিকেল শিক্ষার উভয় ধারায় দেশসেরার শ্রেষ্ঠত্ব তাদের।

রবিবার (২৪ এপ্রিল) মহাখালীতে বিএমডিসির সভাপতি মাহমুদ হাসান বিডিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার মোট ৩৯ হাজার ৩৯৫ জন পাস করেছেন, শতাংশে যা ৫৯ দশমিক ৭৭। তাদের মধ্যে পাস নম্বর পেয়েছেন ১৩ হাজার ৭৪৯ ছেলে, শতাংশে যা ৩৪ দশমিক ৯০। বিপরীতে প্রায় দ্বিগুণ সংখ্যক মেয়ে উত্তীর্ণ হয়েছেন। এবার মোট ২৫ হাজার ৬৪৬ মেয়ে এ সাফল্য পেয়েছেন, শতাংশে যা ৬৫ দশমিক ১০।

এর আগে গত ৫ এপ্রিল মেডিকেলের (এমবিবিএস) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৭৯ হাজার ৩৩৭ পরীক্ষার্থী পাস করেন, যা অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনের জন্য ৪ হাজার ২৩০ জন সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছেলে ১ হাজার ৮৮৫ ও মেয়ে ২ হাজার ৩৪৫ জন। এবার ৩৪ হাজার ৮৩৩ ছেলে (৪৩ দশমিক ৯১ শতাংশ) ও ৪৪ হাজার ৫০৪ (৫৬ দশমিক ০৯ শতাংশ) মেয়ে ভর্তি পরীক্ষায় পাস করেছেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হন সুমাইয়া মোসলেম মিম। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি ৯২ দশমিক ৫ পান। খুলনা ডুমুরিয়ার মেয়ে মিম খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেন।

অন্যদিকে সরকারি ডেন্টালে ২৮৮ মেয়ে ও ২৫৭ ছেলে ভর্তির সুযোগ পাবেন। ডেন্টালে সারা দেশে সর্বোচ্চ নন্বর পেয়ে প্রথম হয়েছেন নাসরিন সুলতানা ইভা। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ইভা ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। অর্থাৎ এমবিবিএসের মতো বিডিএসেও মেয়েরা দেশসেরাসহ সার্বিক শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন।

আরও পড়ুন