Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বেসরকারি মেডিকেল ভর্তির আবেদনপত্র বিতরণ ২১ জুন

Main Image

বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১ আগস্ট


বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে ১৪ জুলাই। এ কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত।

বুধবার (২০ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির কর্মপরিকল্পনা অনুমোদন করা হলো। বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ক্লাস শুরু হবে ১ আগস্ট।

এর আগে ১৬ জুন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এরপর ২১ জুন থেকে আবেদনপত্র বিতরণ এবং ৩ জুলাই পর্যন্ত জমা নেওয়া হবে। এরপর কোটাভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে ৭ জুলাই।

গত ৫ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। চলতি বছর ৭৯ হাজার ৩৩৭ পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনের জন্য ৪ হাজার ২৩০ জন সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ছেলে ১ হাজার ৮৮৫ ও মেয়ে ২ হাজার ৩৪৫ জন। এবার ৩৪ হাজার ৮৩৩ ছেলে (৪৩.৯১ শতাংশ) ও ৪৪ হাজার ৫০৪ (৫৬.০৯ শতাংশ) মেয়ে ভর্তি পরীক্ষায় পাস করেছেন।

আর দেশের ৭২টি বেরসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯ জনকে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১ এপ্রিল সারা দেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা হয়। এবার পরীক্ষার জন্য আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন অংশ নেন।

আরও পড়ুন