Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


বিএসএমএমইউ’র ডিপ্লোমা কোর্সের পরীক্ষা ১৮ মার্চ

Main Image

পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস ১৪ মার্চ ওয়েবসাইটে দেওয়া হবে


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমফিল, এমমেড, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের পরীক্ষা আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১৮ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিএসএমএমইউ ক্যাম্পাসে হবে এমফিল পিএসএম এবং এমপিএইচ কোর্সের পরীক্ষা।

274375671_1291801021570854_5058687445578740137_n

১২ থেকে ১৭ মার্চ রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত পরীক্ষার্থীরা তাদের আবেদনের নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস ১৪ মার্চ ওয়েবসাইটে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি থেকে এসব কোর্সে পরীক্ষার আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২ মার্চ পর্যন্ত। অফেরতযোগ্য ৪ হাজার টাকা পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখা থেকে ব্যাংকের শাহবাগ শাখার ০৯৪৭১০২০০১৭৩১ হিসাব নম্বরে জমার মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ১ জুলাই একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন