Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫


ওমিক্রনের জন্য টিকা তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা

Main Image

করোনার টিকা বাজারে এনেছে মডার্নাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও ওমিক্রনের জন্য টিকা তৈরি করার ঘোষণা দিয়েছে


করোনার নতুন ধরন ওমিক্রনের জন্য আলাদা টিকা তৈরির ঘোষণা দিয়েছে ইউরোপের ওষুধ তৈরিকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

করোনার টিকা বাজারে এনেছে মডার্নাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানও ওমিক্রনের জন্য টিকা তৈরি করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এ ঘোষণার মাধ্যমে তাদের দলে যুক্ত হলো অ্যাস্ট্রাজেনেকা। খবর রয়টার্সের।

এ টিকা তৈরিতে অ্যাস্ট্রাজেনেকা ও যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করছে। ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যে ওমিক্রনের বিরুদ্ধে তাদের টিকা কার্যকর নয়। কিন্তু তাদের টিকা কতটা কার্যকর, সেটি এখনো জানা হয়নি তখন। তখন বলা হয়েছিল, যদি প্রয়োজন হয়, তবে তাদের টিকায় পরিবর্তন আনা হবে।

গত সপ্তাহে একটি গবেষণা প্রতিবেদন বলছে, অ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি ককটেল ইভ্যুশেল্ড ওমিক্রন প্রতিরোধে সক্ষম। এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফিন্যান্সিয়াল টাইমস। অক্সফোর্ডের গবেষক দলের প্রধান স্যান্ডি ডগলাসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছিল তারা।

প্রথম যে দেশগুলোয় ওমিক্রন পাওয়া গিয়েছিল, সেই দেশগুলোর মধ্যে বতসোয়ানা ও ইসোয়াতিনিতে গবেষণা শুরু করেছিল অ্যাস্ট্রাজেনেকা। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মঙ্গলবার বলা হলো, ওমিক্রনের জন্য টিকা তৈরিতে তারা অক্সফোর্ডের সঙ্গে প্রাথমিক ধাপের কাজ শুরু করেছে। তবে অক্সফোর্ডের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

আরও পড়ুন