Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওমিক্রন আক্রান্ত দেশ থেকে না আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Main Image

ওমিক্রন ছড়িয়ে এমন দেশগুলো থেকে যাত্রী আসতে হলে অবশ্যই ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে


ওমিক্রন ছড়িয়েছে এমন দেশগুলোতেই নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৫ ডিসেম্বর) সকালে সাভারে নব নির্মানাধীন "বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট" ভবন পরিদর্শন শেষে গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকাসহ ওমিক্রন ছড়িয়ে এমন দেশগুলো থেকে যাত্রী আসতে হলে অবশ্যই ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে এবং ১৪ দিনে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য হাসপাতাল গুলোকে প্রস্তুত করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্ত মন্ত্রণালয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব মন্ত্রণালয় ওমিক্রন ঠেকাতে সহায়তা করবে। বিমানবন্দর এবং স্থবন্দরগুলোতে স্ক্রিনিং কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া বিমানবন্দরে ল্যাবের পরিধি অনেক বাড়ানো হয়েছে।

সারাদেশে টিকাদান কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৭ কোটি প্রথম ডোজ ও ৪ কোটি দ্বিতীয়  ডোজ দেওয়া হয়েছে। এর পরে টিকাদানের পরিধি আরও বাড়ানো হবে।

৬০ বছর বেশি বয়সিদের বুস্টারডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলন, ‍প্রধানমন্ত্রী বুস্টার ডোজের অনুমোদন দিয়েছেন। আমাদের হাতে যথেষ্ট টিকা আছে, খুব দ্রুতই আমারা এটা শুরু করতে পারব। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানে মাস্ক পরা ও সামাজিক দুরুত্ব মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।  

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

আরও পড়ুন