Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মেডিকেল কলেজের ৩য়-৪র্থ বর্ষের সশরীরে ক্লাস ৬ নভেম্বর

Main Image

মেডিকেল কলেজের ৩য়-৪র্থ বর্ষের সশরীরে ক্লাস ৬ নভেম্বর


মেডিকেল কলেজের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে আগামী ৬ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রস্তাব ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজসমূহের তৃতীয় ও চতুর্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবশিষ্ট সকল বর্ষের ক্লাস আগামী ৬ নভেম্বর (শনিবার) থেকে সশরীরে শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।’

তবে সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ পালন করতে হবে-

১। কোভিড-১৯ এর দুই ডোজ টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।

২। ক্লাস শুরুর আগে সকল শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এর উপর প্রশিক্ষণ প্রদান করতে হবে।

৩। শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

 ৪। হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৫। শিক্ষার্থীদের সংক্রমণের উপর নজরদারি রাখতে হবে এবং

৬। সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র বা ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন