Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর বন্ধ চমেক

Main Image

চমেক বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ


চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়।

পরে উদ্ভুত পরিস্থিতিতে চমেক বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে ছাত্রাবাসে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। এরপর সকালে ক্যাম্পাসে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে আহত হন মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) ও আকিব হোসেন (২০)। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে আকিব সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর অন্য দুজন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। প্রায় এই দুই নেতার অনুসারীদের মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষ হচ্ছে। ফলে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা রয়েছে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন