Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


ডেলিভারি ঘনিয়ে আসলে যেসব কারণে পেটব্যথা হতে পারে

Main Image

ডেলিভারি ঘনিয়ে আসলে যেসব কারণে পেটব্যথা হতে পারে


সাধারণত ডেলিভারির সময় দেওয়া হয় ৪০ সপ্তাহ হিসাব করে। ৩৭ সপ্তাহের পর থেকে আমরা ব্যথাগুলো ভাগে ভাগ করে নিতে পারি। ডেলিভারির ব্যাথা উঠে কিন্তু ৩৮ সপ্তাহ পর থেকে। এই সময় প্রেগন্যান্সির ব্যথা ওঠার একটা সম্ভাবনা থাকে।

এ সময় ব্যথাটা আস্তে আস্তে উঠে। ব্যথার পরিমাণটা বাড়তেই থাকে, তবে ব্যথা অনেকক্ষণ থাকবে না। কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ থাকবে না। এক্ষেত্রে ব্যথা কম থাকার সময়টা আস্তে আস্তে কমবে। ব্যথা থাকার সময়টা আস্তে আস্তে বাড়বে।

ব্যথা সাধারণত কোমর থেকে শুরু হয়। তলপেটে গিয়ে শেষ হয়। এই ব্যথার সঙ্গে অনেক সময়ে রক্ত পানি বা রক্তস্রাব যায়। পানি ভেঙে যায়। যদি ছোটখাটো ব্যথা হয়, সেটা কোনো চিন্তার বিষয় নয়।

প্রেগন্যান্সির শেষের দিকে যদি পায়খানা ঠিক মতো না হয়, প্রস্রাব ঠিকমত না হয়, এক্ষেত্রেও ব্যথা হতে পারে। এর পরও যদি আপনার ব্যথা থাকে, কিংবা পেটটা আস্তে আস্তে দেখেন যে শক্ত হয়ে যাচ্ছে, সে ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

আরও পড়ুন