Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ (উত্তীর্ণদের তালিকাসহ)

Main Image

সারা দেশে ৩৯ হাজার ১৩০জন ভর্তি পরীক্ষায় অংশ নেন


২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে প্রথম বর্ষ বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ফল প্রকাশিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাজমুস সাকিব রাহাত। তার গ্রামের বাড়ি পঞ্চগড়। তার স্কোর ৯৫ (২৯৫.০০)। আর উত্তীর্ণদের মধ্যে সর্বনিম্ন স্কোর ২৮৪.৭৫।

অংশগ্রহণকারীদের মধ্যে ৯ হাজার ৬৯৬ জন ছাত্র ও ১৭ হাজার ৩০ জন ছাত্রী পাস করেন। তাদের মধ্যে ২০৩ জন ছাত্র ও ৩৪২ জন ছাত্রী সরকারি ডেন্টালের জন্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও আদিবাসী কোটায় পাস করেছেন ১৩০ জন ও তাদের মধ্যে সরকারি ডেন্টালের জন্য নির্বাচিত হয়েছেন পাঁচ জন। মুক্তিযোদ্ধা কোটায় থেকে পাস করেছেন ৯১৫ জন ও সরকারি ডেন্টালের জন্য নির্বাচিত হয়েছেন ২০ জন।

সারা দেশে ৫৩ হাজার ৪জন ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন। 

গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা ৩৯ হাজার ১৩০জন ভর্তিচ্ছু অংশ নেন। এর মধ্যে ২৬ হাজার ৭২৬জন উত্তীর্ণ হয়েছেন।

→নির্বাচিতদের তালিকা দেখতে ক্লিক করুন

→উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের তালিকা দেখতে ক্লিক করুন

 

আরও পড়ুন