ঢাকা শিশু হাসপাতাল
শূন্য পদে চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিশু হাসপাতাল। আগ্রহী চিকিৎসকদের ৩০ জুনের মধ্যে ডাকে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম সহকারী অধ্যাপক / জুনিয়র কনসালটেন্ট।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত বা নিবন্ধিত মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েটসহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমডি / এফসিপিএস / এফআরসিএ অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
২. পদের নাম রেজিস্টার (সিটি সার্জারি)।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৭। বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমএস হতে হবে। অথবা এফসিপিএস / এফআরসিএস অথবা কার্ডিয়াক সার্জারিতে সমমানের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
৩. পদের নাম রেজিস্টার (শিশু কার্ডিয়াক অ্যানেসথেসিয়া)।
পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ৭। বেতন স্কেল ২৯,০০০-৬৩,৪১০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিকেল গ্র্যাজুয়েটসহ স্নাতকোত্তর ডিগ্রি যথা এমডি / এফসিপিএস / এফআরসিএ অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। শিশু কার্ডিয়াক অ্যানেসথেসিয়ায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
৪. পদের নাম আবাসিক মেডিকেল অফিসার।
পদের সংখ্যা ৩টি। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। বয়স হতে পারবে সর্বোচ্চ ৩৫ বছর।
প্রার্থীকে বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে। শিশু অ্যানেসথেসিয়া বিভাগে ৬ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। যেকোনো স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত ছাত্র / ছাত্রীদের আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সাথে পরিচালক, ঢাকা শিশু হাসপাতালের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার বাংলাদেশে অবস্থিত যেকোনো সিডিউল ব্যাংকের শাখা হতে সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আরও পড়ুন