স্বাস্থ্য মন্ত্রণলায়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
দেশের অভ্যন্তরে এমডি/এমএস/এমফিল/ডিপ্লোমা/এমপিএইচ কোর্সে প্রেষণপ্রাপ্ত চিকিৎসকদের প্রেষণ মেয়াদের সঙ্গে অতিরিক্ত দুই মাস প্রেষণ বাড়ানো হয়েছে। যাদের কোর্সের মেয়াদের সঙ্গে পরীক্ষা শেষ করার জন্য অতিরিক্ত দুই মাস যোগ করা হয়নি, তারা এই অতিরিক্ত প্রেষণ পাচ্ছেন।
স্বাস্থ্য মন্ত্রণলায়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০১৯ এর আওতায় গত ২০১৯ সালের ৮ জুলাই থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এমডি/এমএস/এমফিল/ডিপ্লোমা/এমপিএইচ কোর্সে প্রেষণপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে যারা অধ্যায়নরত আছেন এবং যাদের অনুকূলে কোর্সের মেয়াদের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করার জন্য অতিরিক্ত দুই মাস যোগ করা হয়নি, বিধান অনুযায়ী মেয়াদ শেষে পরীক্ষায় অংশগ্রহণের জন্য মঞ্জুরকৃত প্রেষণ মেয়াদের সঙ্গে অতিরিক্ত দুই মাস প্রেষণ বাড়ানো হলো।
আরও পড়ুন