স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্যসেবা বিভাগের অধীন বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।
অধ্যাপক হওয়া চিকিৎসকরা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজের কমিউনিটি সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ, ঢাকা মেডিকেল কলেজ ভাসকুলার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফিদাহ হোসেন।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ রায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বজলুল করিম চৌধুরী।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহসিনা আবদুল্লাহ, রাজধানীর মুগদা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীমা পারভীন।
রাজধানীর শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনুপ কুমার সাহা, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ওয়াসেকা আক্তার জাহান।
রংপুর মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মনোজিত মজুমদার, রংপুর মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী ডা. মো. রাশেদুল হক।
অধ্যাপক পদে পদোন্নিতি পাওয়া কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ এর আওতাভুক্ত হবেন। এই বেতন স্কেল অনুযায়ী কর্মকর্তারা ৫৬,৫০০-৭৪,০০ টাকা বেতনভুক্ত হবেন।
আরও পড়ুন