Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


মৃতসন্তান প্রসব প্রতিরোধে মেনে চলুন ১০ পরামর্শ

Main Image


সারাবিশ্বেই মৃত শিশু জন্ম এইটি বড় সমস্যা। বিভিন্ন কারণে গর্ভাবস্থায় শিশু মারা যায়। মোট জন্ম নেওয়া শিশুর মধ্যে মৃতশিশু জন্মের হার ১৮.৪ ভাগ। বাংলাদেশে এই সংখ্যা হাজারে ২৪।

ডক্টর টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রবণতা কমাতে করণীয় নিয়ে কথা বলেছেন ল্যাবএইড হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. লায়লা আর্জুমান্দ বানু।

অবসটেট্রিকাল অ্যান্ড গাইনোকোলজিকাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)এর সাবেক এই প্রেসিডেন্ট কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন-

১. কমপক্ষে ৪-৮ বার গর্ভকালীন চেক আপ করা।

২. নিয়মিত সুষম খাবার গ্রহণ।

৩. ওজন নিয়ন্ত্রণে রাখা।

৪. ধূমপান ত্যাগ করা।

৫. গর্ভাবস্থায় বাঁ-দিকে কাত হয়ে শুয়ে থাকার অভ্যাস করা। ডান দিকে শুয়ে থাকলে অনেক সময় অক্সিজেনের স্বল্পতায় বাচ্চার সমস্যা তৈরি হতে পারে।

৭. মায়ের ডায়াবেটিস থাকলে শুরু থেকে নিয়ন্ত্রণ করতে হবে।

৮. গর্ভধারণের আগে থেকেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে।

৯. অসুস্থ রোগীর কাছাকাছি না যাওয়াই ভালো।

১০. গর্ভধারণের আগে বা গর্ভকালীন সময়ে প্রচুর পরিমাণ ফলিক এসিড খেতে হবে। যেসব কারণে মৃতশিশু জন্মগ্রহণ করে এর অন্যতম একটি কারণ হয় শিশুর জন্মগত ত্রুটিও। এজন্য ফলিক এসিড নিয়মিত খেতে হবে।

আরও পড়ুন