Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঢাবিতে স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণে অনুমোদন

Main Image


করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বন্ধ রয়েছে সকল একাডেমিক ও পরীক্ষা কার্যক্রম। এ অবস্থায় সকল স্বাস্থ্যবিধি মেনে সমন্বিতভাবে সকল অসমাপ্ত পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল ঘোষণার অনুমোদন দিয়েছে ঢাবি প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রে জানা যায়, সভায় মহামারী পরিস্থিতির মধ্যে একাডেমিক কর্যক্রাম স্বাভাবিক ও গতিশীল করা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেজন জট যেনো তৈরি না হয় এ উদ্দেশ্যে সমন্বিতভাবে সকল অসমাপ্ত পরীক্ষা গ্রহণ করে চুড়ান্ত ফলাফল গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে  ক্যাম্পাসে কথিত ‘র‌্যাগ ডে’ নামের অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভূত উৎসব আয়োজন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে ‘ইথিক্যাল রিভিউ কমিটি’ গঠন করার সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলিক গবেষণা প্রকল্প গ্রহণ ও গবেষণাধর্মী প্রকাশনার ওপর গুরুত্বারোপ করা হয়।

ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকসহ একাডেমিক পরিষদের তিন শতাধিক সদস্য।

আরও পড়ুন