Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে অত্যাধুনিক লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

Main Image

মেডিকেল কলেজ


কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হলো অত্যাধুনিক লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। এতে স্বাস্থ্য সেবার মান এগিয়ে গেল আরেক ধাপ।

কিশোরগঞ্জের আশেপাশের জেলার মধ্যে শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এই ধরনের প্ল্যান্ট। প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে এখন আর ঢাকা বা ময়মনসিংহ যাওয়ার প্রয়োজন হবে না।

আগামী বুধবারের মধ্যে এই প্ল্যান্ট কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে। প্ল্যান্টটির ধারণ ক্ষমতা তরল লিটারে ২০০০০ লিটার, গ্যাস লিটারে ১৬৮৬০০০০ লিটার।

উল্লেখ্য, ১৭ মার্চ ২০২০ এ চালু হওয়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে সেবা দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন