গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার চালু
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার চালু
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য ভিডিও কনফারেন্সিং ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হল কমিউনিটি আই সেন্টার।
এরফলে মেডিকেল কলেজ হাসপাতাল/বিশেষায়িত হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ দ্বারা, কমিউনিটি আই সেন্টারে অবস্থানরত চক্ষু বিষয়ে প্রশিক্ষিত সেবিকা ও রোগীর সাথে ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসা পাবেন রোগীরা।
সেন্টারটির চালু থাকবে সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত।
কি কি সেবা পাওয়া যাবে -
১.প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবাসহ সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা প্রদান।
২. ছানি,গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি,শিশু চক্ষু রোগ, চোখের আঘাতসহ অন্যান্য জটিল চক্ষু রোগ সনাক্তকরণ এবং টেলি-কনসালটেশনের মাধ্যমে রোগীদের অপারেশন, প্রয়োজনীয় ইনভেষ্টিগেশনসহ চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিতকরন
৩.সরকারী ব্যবস্থাপনায় বিনামূল্যে ঔষধসহ পাওয়ার চশমা(চল্লিশোর্ধ) প্রদান।