বরুড়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
বঙ্গবন্ধুসহ শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দোয়া করা হয়
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরুড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএইচএফপিও ডা. কামরুল হাসান সোহেল।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এদিন, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ৩৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে প্যাথলজি টেস্ট সহ অন্যান্য সেবা প্রদান করা হয়।
উপজেলার ৪০ টি কমিউনিটি ক্লিনিক এবং ৫ টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।