জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-29 23:20:07
জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দুদিনব্যাপী জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দুদিনব্যাপী জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে। ২ দিনব্যাপী এই আয়োজনে সারাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ-এর শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তার, শিক্ষকসহ সহস্রাধিক প্রতিযোগী অংশ নেন।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা’য় দুই দিনব্যাপী আয়াজনের সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা।

বিশেষ অতিথি ছিলেন ইউনিমেড ইউনিহেলথ ফারমাসিউটিক্যালসের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম মোস্তানজিদ, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩-এর সমন্বয়ক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-এর অধ্যাপক ডা. এ এম সেলিম রেজা, বিশিষ্ট বিতার্কিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি ডা.  আব্দুন নূর তুষার এবং আয়োজনের চিফ কনভেনর ডা. সুকন্যা প্রীতি ঊষা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম।

এরআগে, আয়োজনের ১ম দিন শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আঙিনায় বর্ণাঢ্য র‍্যালি দিয়ে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। পরে ৯টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিহেলথ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, বিসিএস হেলথ ক্যাডার এ্যাসোসিয়েশনের সভাপতি এবং ‘ইউনিমেড ইউনিহেলথ ৮ম এনডিএফ বিডি– শসোমেক জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩-এর সমন্বয়ক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ-এর অধ্যাপক ডা. এ এম সেলিম রেজা, এবং আয়োজনের চিফ কনভেনর ডা. সুকন্যা প্রীতি ঊষা প্রমুখ।


সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন-এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি একেএম শোয়েব।

মেডিকেল সেক্টরে বিশেষ অবদানের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলমকে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় প্রিলিমিনারি রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা। একই সময়ে মূল ভেন্যুতে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকার করেন ময়নামতি মেডিকেল কলেজের তাসনিম জাহান বর্ণ, ২য় স্থান অধিকার করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ঈশতিয়াক আহম্মেদ, ৩য় স্থান অধিকার করেন পটুয়াখালী মেডিকেল কলেজের হৃতিক হালদার শাওন।

দুপুরের বিরতির পর শুরু হয় আধুনিক ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। এতে ১ম হন  ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী শাওরিম ইসলাম সেমন্তি, ২য় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ মাইশা মহুয়া অউরিন এবং ৩য় অধিকার বারিদ মেডিকেল কলেজের স্টেলা নাওমি বিশ্বাস।

দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় ১ম হন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী প্রিয়া দাস, ২য় প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী ডক্টর সোমাশ্রী সরকার ও ৩য় গাজী মেডিকেল কলেজের শিক্ষার্থী স্বর্ণা মন্ডল।

সন্ধ্যার পর মিউজিক ভিডিও প্রতিযোগিতায় (টিম পারফরম্যান্স) চ্যাম্পিয়ন হয় প্রাইম মেডিকেল কলেজ এবং রানারআপ হয় ঢাকা ডেন্টাল কলেজ। রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ম দিনের আয়োজন সম্পন্ন হয়।

২য় দিন ২৯ জুলাই (শনিবার) সকাল ১১টায় শুরু হয় অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের বিতর্ক, নৃত্য প্রতিযোগিতা, অভিনয় প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বারোয়ারি প্রতিযোগিতা, ইংলিশ পাবলিক স্পিকিং, সেমিফাইনাল বিতর্ক এবং চিকিৎসা বিষয়ক সেমিনার।

নৃত্য প্রতিযোগিতায় ১ম হন খুলনা সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী রাহাত খান, ২য় প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রিতয়নসা গুরসাহান এবং ৩য় গ্রিন লাইফ মেডিকেল কলেজের চান্ত্রেই দাস প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ, রানারআপ রংপুর মেডিকেল কলেজ এবং ৩য় কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ।

বাংলা বারোয়ারি প্রতিযোগিতায় ১ম হন হামদার্দ ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদা আক্তার, ২য় কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী মির্জা আলভী এবং ৩য় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মুবাসসিরা তাসনিম।

ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ১ম ঢাকা ডেন্টাল কলেজের গারিমা, ২য় কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী মুকাররবিন হক নিবিড় এবং ৩য় গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থী তানিশা আহমেদ।

দুপুরের বিরতির পর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমি ফাইনাল বিতর্কে অংশগ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সালিমুল্লাহ মেডিকেল কলেজ, শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল এবং গাজী মেডিকেল কলেজ, খুলনা।  চূড়ান্ত বিতর্কে অংশগ্রহণ করে গাজী মেডিকেল কলেজ বনাম শের-ই বাংলা মেডিকেল কলেজ।


আরও দেখুন: