নাইটিংগেল মেডিকেলের অনুমোদন বাতিল
বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের অনুমোদন স্থায়ীভাবে বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
শিক্ষার মান না থাকায় ঢাকার আশুলিয়ার বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের অনুমোদন স্থায়ীভাবে বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপ-সচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত নোটিশে এ আদেশ দেয়া হয়েছে।
জারিকৃত নোটিশে বলা হয়েছে, গত ৮ জুন স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এবং বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) অনুসারে কলেজটি পরিচালিত না হওয়ায় বর্ণিত আইন অনুযায়ী বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের নীতিগত ও একাডেমিক অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এর ধারা ২৪ অনুযায়ী স্থগিতকৃত বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের অনুমোদন নির্দেশক্রমে স্থায়ীভাবে বাতিল করা হলো বলে উল্লেখ করা হয়েছে নোটিশটিতে।