শেবাচিম হাসপাতালে টর্চের আলোয় সিজার

অনলাইন ডেস্ক
2023-03-06 10:33:41
শেবাচিম হাসপাতালে টর্চের আলোয় সিজার

টর্চের আলোয় গর্ভবতী মায়ের ইমারজেন্সি অপারেশন হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে

টর্চের আলোয় গর্ভবতী মায়ের ইমারজেন্সি অপারেশন হয়েছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে। রোববার (৫ মার্চ) নিজ ফেসবুক টাইম লাইনে এ তথ্য জানিয়েছেন ডা. সালাউদ্দিন তালুকদার। 

তিনি জানান, সন্ধ্যার পর হাসপাতালে বিদ্যুৎ ছিল না। সমস্যা থাকায় জেনারেটরও চালু করা যাচ্ছিলো না। এমন সময় জরুরী গর্ভবতী রোগী নিয়ে আসেন স্বজনেরা। দায়িত্বরত চিকিৎসকেরা টর্চের আলো জ্বালিয়ে অপারেশন সম্পন্ন করেন। 

নিজ ফেসবুকে ডা. সালাউদ্দিন তালুকদার লিখেছেন, বিদ্যুৎ ছাড়া টর্চের আলোয় গর্ভবতী মায়ের ইমারজেন্সি অপারেশন সফলভাবে সম্পূর্ন করলাম। ভোর রাতে Obstructed Labour রুগী আইছে হাসপাতালে বিদ্যুৎ নেই, জেনারেটর ও চালু হচ্ছিলো না অপারেশন তো করতেই হবে।

সকলের সহযোগিতায় আল্লাহর রহমতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
Specially Thanks Dr.Sharmin mam, Dr.Mithila apu, Anesthesiologist Dr.Shajada mam


আরও দেখুন: