রমেক হাসপাতালের ১৫ কর্মচারী বদলি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
চিকিৎসকের কাছে বখশিশ দাবির প্রেক্ষিতে সৃষ্ট তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে এবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ কর্মচারীকে বদলি করা হয়েছে। দালাল চক্রের সঙ্গে সম্পৃক্ততা ও নানা অনিয়মে কারণে মঙ্গলবার অভিযুক্তদেরকে অন্যত্র বদলির নির্দেশ দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্র : ইন্ডিপেনডেন্ট টিভি অনলাইন।
এরআগে, রমেক হাসপাতালের অসাধু চক্রের দৌরাত্ম্য, অনিয়ম, অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের প্রতিবাদে এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সোমবার মানববন্ধন করেন কর্মরত চিকিৎসকেরা।
এ সময় চিকিৎসকেরা অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিভিন্ন অসাধুচক্র ও সিন্ডিকেট উঠতে বসতে বখশিশের নামে, কখনো ট্রলির জন্য, কখনো লিফটে উঠার জন্য, কখনো লাশ নেয়ার জন্য ইত্যাদি নানাভাবে চাঁদাবাজি করে। এদের জন্য চিকিৎসকদের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তারা অবিলম্বে এ কাজে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
সম্প্রতি, রমেক হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ বি এম রাশেদুল আমীর তার অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে বকশিশ সিন্ডিকেটের কবলে পড়ে হয়রানির শিকার হন। পরে এ নিয়ে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন রাশেদুল আমীর।
অভিযোগে, হয়রানীমূলক ঘটনার অনুসন্ধানপূর্বক হাসপাতালে রোগী এবং স্বজনদের হয়রানি বন্ধ এবং সেবার মান বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান ডা. এ বি এম রাশেদুল আমীর।