মেডিকেল ভর্তির ফলাফলে মেয়েরা এগিয়ে
৫৬ দশমিক ০৯ শতাংশ পাশের হার নিয়ে এগিয়ে মেয়েরা।
এমবিবিএস ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে আছে। পরীক্ষায় সারা দেশ থেকে ৯২ দশমকি ৫ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মিম।
এছাড়া ৫৬ দশমিক ০৯ শতাংশ পাশের হার নিয়ে এগিয়ে মেয়েরা। অন্যদিকে ছেলেদের পাশের হার ৪৩ দশমিক ৯১।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জনের বিপরীতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন, যার ৪৪ হাজার ৫০৪ জনই মেয়ে ও ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে।
এ বছর পাসের হার ৫৫ দশমিক ১৩। উত্তীর্ণদের মধ্যে সরকারি মেডিকেলে ১ হাজার ৮৮৫ ছেলে ও ২ হাজার ৩৪৫ মেয়ে ভর্তির সুযোগ পাবেন।
দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এছাড়া ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৪৮৯টি আসন রয়েছে।