ঢাকার ওপর থেকে উঠল ফ্রান্সের করোনা নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
2022-03-04 12:05:45
ঢাকার ওপর থেকে উঠল ফ্রান্সের করোনা নিষেধাজ্ঞা

ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসনের টিকাগ্রহণকারীরা ফ্রান্সে গিয়ে পরীক্ষার প্রয়োজন হবে না

বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। একই সাথে ‘সবুজ’ তালিকাভুক্ত দেশ হিসেবে গণ্য করছে।

প্যারিসের এ সিদ্ধান্তের ফলে ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসনের টিকাগ্রহণকারীরা বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়ার পরে কোনো ধরনের পরীক্ষার প্রয়োজন হবে না।

সবুজ তালিকাভুক্ত দেশ হওয়ার কারণে অন্যান্য যেসব ব্যবস্থা যেমন করোনা পরীক্ষা বা আইসোলেশনেও থাকতে হবে না ভ্রমণকারীদের। এছাড়া যারা টিকা নেয়নি তাদের আরটি পিসিআর পরীক্ষায় ‘নেগেটিভ’ ফলাফল নিয়ে ভ্রমণ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে কার্যকর হয়েছে। এতে বলা হয়েছে, করোনা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্যারিসের বাংলাদেশ দূতাবাস দেশটির সাথে বারবার আলোচনা করে বুঝিয়েছে যে, দেশের করোনা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হয়েছে।


আরও দেখুন: