কৃত্রিম হৃদপিণ্ড প্রতিস্থাপনে খরচ প্রায় সোয়া কোটি টাকা
ডা. জাহাঙ্গীর কবির অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কথা বলেন।
দেশে প্রথমবারের মতো মানবদেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করেছে অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একদল চিকিৎসক। এই প্রতিস্থাপনে যন্ত্রটিসহ খরচ হয় প্রায় সোয়া কোটি টাকা।
এ বিষয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) ডা. জাহাঙ্গীর কবির অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কথা বলেন।
এ সময় তিনি বলেন, হৃদপিণ্ড যখন নষ্ট হয়ে যায় সেটাকেই মেশিনের মাধ্যমে চালু রাখা হয়। ডেস্টিনেশন থেরাপি দেয়া হয় ৬৯ বছরের বেশি বয়সের রোগীদের।
২০১৮ সালে প্রথম ট্রান্সপ্লান্ট বিল পাশ হওয়ার পর থেকেই ইউনাইটেড হাসপাতালে এর কার্যক্রম শুরু হয় বলে তিনি জানান। ডা. জাহাঙ্গীর আরো বলেন, আমারা বিদেশ ফেরত রোগীকেও চিকিৎসা দিতে পারি, এই ট্রান্সপ্লান্ট সেটাই প্রমাণ করে।
বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী নারী রোগীর দেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। ওই রোগীর হার্ট ফেইলিউর হয়েছিল। বর্তমানে রোগীর অবস্থা স্বাভাবিক আছে।
উল্লেখ্য, এই রোগী সিঙ্গাপুর ও তূর্কিতে চিকিৎসা নিয়ে ফিরে এসেছে। এর পরেই এখানে প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়।