অন্তঃসত্ত্বা মায়েদের কখন, কতটি চেকআপ প্রয়োজন?

অনলাইন ডেস্ক
2021-05-28 09:24:36
অন্তঃসত্ত্বা মায়েদের কখন, কতটি চেকআপ প্রয়োজন?

অন্তঃসত্ত্বা মায়েদের চেকআপ

সরকারি সেবা প্রতিষ্ঠানে ২০২০ সালে আগের বছরের তুলনায় প্রসব–পূর্ব ন্যূনতম চারবার সেবা নেওয়ার হার এক–চতুর্থাংশ কম ছিল। আর এ সময়ে মাতৃমৃত্যুও বেড়েছে ১৭ শতাংশ।

মাতৃমৃত্যু রোধে জাতীয় মাতৃস্বাস্থ্য কৌশলপত্র ২০১৯-২০৩০ অনুযায়ী গর্ভবতী মায়ের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারী দ্বারা কমপক্ষে চারটি গর্ভকালীন সেবা (চেকআপ) নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এক্ষেত্রে প্রথম ১৬ সপ্তাহের মধ্যে একবার, ২৪-২৮ সপ্তাহ বা ৬-৭ মাসের মধ্যে দ্বিতীয়বার ৮ মাস বা ৩২ সপ্তাহের মধ্যে তৃতীয়বার এবং ৯ মাস বা ৩৪-৩৬ সপ্তাহের মধ্যে চতুর্থবার চেকআপ নেওয়া সুপারিশ করা হয়েছে।

করোনা মহামারীর সময়ে গর্ভকালীন সেবা পরিদর্শনের সংখ্যা একই থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া টেলিমেডিসিন বা অন্যান্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গর্ভকালীন অতিরিক্ত সেবা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

গর্ভকালীন সময়ে মায়েদের কোভিড-১৯ আক্রন্ত হওয়ার ঝুঁকি কম। তবে কোনোভাবে গর্ভবতী মা আক্রান্ত হলে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী অনেকগুলো শারীরিক জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তবে কোভিড-১৯ আক্রান্ত হলে গর্ভপাত, সন্তানের জন্মগত ত্রুটি বা অপরিণত সন্তান জন্মদানের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে (বিএমএমএস)।


আরও দেখুন: