বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অ্যাপসের মাধ্যমে পাবে করোনার টিকা

অনলাইন ডেস্ক
2021-05-26 04:57:09
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অ্যাপসের মাধ্যমে পাবে করোনার টিকা

করোনার টিকা পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় এত দিন করোনার টিকা দেয়া যায় নাই। এ কারনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার পর ক্লাস রুমে ফেরানো হবে বলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। এ কারনে এবার শিক্ষার্থীদের জন্য আলাদা একটি অ্যাপ করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ইউজিসি সুত্র মতে, সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৩ লাখ। তাদের মধ্যে ১২০টি আবাসিক হলে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীর আসন থাকলেও মূলত হলগুলোতে থাকেন ২ লাখের  বেশি শিক্ষার্থী। আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সর্বশেষ ৯১ হাজার শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তাদের পুরো তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে ইউজিসি।  সব মিলিয়ে ১ লাখ ৩ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীর তথ্য দেওয়া হয়েছে।

এ অ্যাপের মাধ্যমে বিশেষভাবে তারা নিবন্ধন করতে পারবে। যে শিক্ষার্থীদের বয়স ১৮ বছর হয়নি বা জাতীয় পরিচয়পত্র পায়নি, তারা জন্ম নিবন্ধন দিয়ে এ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে পারবেন।


আরও দেখুন: