‘ম্যানুয়াল অফ ক্লিনিক্যাল নেফ্রোলজি’বইয়ের মোড়ক উন্মোচন

ফখরুল ইসলাম
2021-03-21 05:55:24
‘ম্যানুয়াল অফ ক্লিনিক্যাল নেফ্রোলজি’বইয়ের মোড়ক উন্মোচন

কিডনি রোগ সংক্রান্ত চিকিৎসা শিক্ষা ও অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর নতুন বই লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। বইটির নাম দেয়া হয়েছে ‘ম্যানুয়াল অফ ক্লিনিক্যাল নেফ্রোলজি’। ২১ মার্চ (রবিবার) ডা. মিল্টন হলে এটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের প্রকাশিত দ্বিতীয় বই এটি। শিগগিরই তাঁর আরো একটি বই প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম দেশের একজন স্বনামধন্য কিডনিরোগ বিশেষজ্ঞ। তাঁর লিখিত ‘ম্যানুয়াল অফ ক্লিনিক্যাল নেফ্রোলজি’ বইটি কিডনি সংক্রান্ত রোগ, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বইয়ের লেখক অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান, শিল্প-সাহিত্যসহ সকল ক্ষেত্রে বাঙালির নিজস্ব অবস্থান প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন এবং আমার শিক্ষা ও শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে ক্ষুদ্র প্রয়াস হিসেবে ‘ম্যানুয়াল অফ ক্লিনিক্যাল নেফ্রোলজি’ বইটি রচনা করছি। 

নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, সাবেক উপ-উপাচার্য ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সাহানা আখতার রহমান, শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুস সোবহান সহ নেফ্রোলজি বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও দেখুন: