ওজিএসবির সভাপতি ডা. ফারহানা সেক্রেটারি ডা. গুলশান আরা
অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান ও অধ্যাপক ডা. গুলশান আরা।
অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলিজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ(ওজিএসবি) ২০২১-২২ কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান ও জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. গুলশান আরা। ১৮ মার্চ (বৃহস্পতিবার) সংগঠনটির এই নির্বাচন সম্পন্ন হয়।
বাংলাদেশের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় বিশেষজ্ঞ ২২ শতাধিক সদস্যদের সমন্নয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। দুই বছর মেয়াদে সংগঠনটির কমিটি নির্বাচিত হয়ে থাকে।
এবারের কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে ৪ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, অধ্যাপক ডা. রাশিদা বেগম, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনিম ও অধ্যাপক ডাক্তার মো. আব্দুল কাইয়ুম।
ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ডাক্তার সালমা রউফ। জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সেহরিন ফরহাদ সিদ্দিকা।
অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. বেগম হোসনে আরা, ডা. কাঞ্চন কুমার সরকার, ডা. কৃষ্ণপদ দাস, ডা. সুলতানা রাজিয়া, ডা. খুরশীদ জাহান, ডা. আনিসা বেগম, ডা. ফাহমিদা শিরিন, ডা. সঞ্চিতা রানী সিনহা।
কমিটির সাইন্টিফিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ডা. এসকে জিন্নাত আরা নাসরীন। কালচারাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. লিজা চৌধুরী। এন্টারটেনমেন্ট সেক্রেটার নির্বাচিত হয়েছেন ডা. বেগম নাসরিন।
ইসি মেম্বার নির্বাচিত হয়েছেন ডা. ফেরদৌস ইসলাম, ডা. ইফফাত আরা, ডা. কিশোয়ার সুলতানা, ডা. শাহানারা চৌধুরী, ডা. মরিয়ম সুলতানা, ডা. দিলরুবা জেবা, ডা. মাসুদা বেগম, ডা. পারভীন ফাতেমা ডা. নেয়াজ টি ফাতেমা, ডা. ফ্লোরিডা রহমান, ডা. নুহ ই জাকারিয়া, ডা. শারমিন আব্বাসী, ডা. পারুল জাহান, ডা. ফেরদৌস মাহেল, ডা. মালা বণিক।
ওজিএসবি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশ সরকার, জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী ও দেশি-বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগের মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করেছে।
কমিটির সকল সদস্যকে ডক্টর টিভির পক্ষ থেকে অভিনন্দন।
আরও দেখুন:
- ডক্টর-টিভি
- প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
- মেডিকেল-কলেজ
- স্বাস্থ্যমন্ত্রী-জাহিদ-মালেক-স্বপন
- স্বাস্থ্যসেবা
- অবসটেট্রিক্যাল-অ্যান্ড-গাইনোকলিজিক্যাল-সোসাইটি-অব-বাংলাদেশ(ওজিএসবি)
- অধ্যাপক-ডা.-ফারহানা-দেওয়ান