চট্টগ্রামে ফ্রি চশমা-ওষুধ পেলেন ২ শতাধিক রোগি
শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের আমান বাজারের হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলে যৌথভাবে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করে চট্টগ্রাম সমিতি ইউকে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সেন্ড এ লিটল হোপ ইউকে
চট্টগ্রামের আমান বাজারের হলি ক্রেস্ট রেসিডেন্সিয়াল স্কুলে আয়োজিত চক্ষু ক্যাম্প থেকে ২ শতাধিক রোগি ফ্রি চশমা এবং ওষুধ পেয়েছেন। ক্যাম্পে আসা রোগিদের মাঝে ২০ জনকে ফ্রি চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) যৌথভাবে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করে চট্টগ্রাম সমিতি ইউকে, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সেন্ড এ লিটল হোপ ইউকে।
চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ইউকে’র প্রেসিডেন্ট মুহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির উদ্দিন এবং চাটখিল সরকারি কলেজের অধ্যক্ষ শওকত ইকবাল ফারুকী।