হত্যাচেষ্টা মামলায় কারাগারে স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দীন
ডা. মো. জামাল উদ্দীন চৌধুরী
শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলো স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দীন চৌধুরীকে (৬৫)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এ আদেশ দেন।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক রাজধানীর বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে ডা. মো. জামাল উদ্দীন চৌধুরীকে আটক করেন। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
এরপর ভাটারা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই দুপুরের দিকে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রজনতাকে ভাটারা এলাকায় নিজ বাসার সামনে মায়ের সঙ্গে পানি খাওয়াচ্ছিলেন ১১ বছরের শিশু জাকারিয়া ইয়াসিন। হঠাৎ সেখানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ পুলিশ গুলি ছোড়ে। জাকারিয়ার বাম পায়ে গুলি লাগে। দুইদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ হয়। এ ঘটনায় জাকারিয়ার মা পারভীন গত ২ অক্টোবর ২০২৪ সালে রাজধানীর ভাটারা থানায় একটা হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দীন চৌধুরীকে এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়েছে।