সন্ধানীর অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা
সন্ধানী কেন্দ্রীয় পরিষদ
মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’র কেন্দ্রীয় পরিষদের অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ৪র্থ মাসিক সভায় ২০২৩-২৪ সেশনের কমিটির মেয়াদকাল অতিবাহিত হওয়ায় হাউজের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির সকল পদবী বিলুপ্ত ঘোষণা করে এ ‘অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি’ গঠন করা হয়।
সন্ধানী শের-ই বাংলা মেডিকেল কলেজ ইউনিট এর কেন্দ্রীয় প্রতিনিধি মোহাম্মদ আহাদ সাদনান খানকে 'অন্তর্বর্তীকালীন সন্ধানী কেন্দ্রীয় পরিচালনা কমিটি (২০২৩-২৪)এর আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। এছাড়াও তিন যুগ্ম আহবায়ক হলেন- মাজেদুল ইসলাম আরমান (কেন্দ্রীয় প্রতিনিধি, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট), মুকাররাবিন হক নিবিড় (কেন্দ্রীয় প্রতিনিধি, সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট) ও আফসানা আফরিন অনতি (সাধারণ সম্পাদক, সন্ধানী উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ইউনিট)।
নতুন কমিটির কোষাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন- সাদিকুর রহমান ইফাত (সাধারণ সম্পাদক, সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট)। এছাড়াও কমিটির ৬ সদস্য হলেন- ফাহিম আহমেদ মাহী (সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট), মোহাম্মদ শাকিল আহমেদ (সন্ধানী ইস্ট উয়েস্ট মেডিকেল এন্ড আপডেট ডেন্টাল কলেজ ইউনিট), জাকারিয়া হোসাইন (সন্ধানী সিলেট মেডিকেল কলেজ ইউনিট) আব্দুর রাজ্জাক আল মাসুম (সন্ধানী জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট, আব্দুল্লাহ আল মুজাহিদ (সন্ধানী জামালপুর মেডিকেল কলেজ ইউনিট) এবং মং মং মারমা (সন্ধানী রাঙ্গামাটি মেডিকেল কলেজ ইউনিট)।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সদ্য সাবেক সহ সভাপতি মোহাম্মদ আহাদ সাদনান খান, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুকাররাবিন হক নিবিড় ও সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম আরমানের স্বাক্ষরে হাউজের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি ঘোষণা করা হয়।