রিসার্চ সেল চালু করলো চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল
চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে হাসপাতালে রিসার্চ সেল উদ্বোধন
চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে হাসপাতালে রিসার্চ সেল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের কর্পোরেট হাসপাতাল গুলোর মধ্যে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। সংশ্লিষ্টরা জানান, এই সেলের কাজ হবে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় সহায়তা করা।
রিসার্স সেলটি তত্ত্বাবধান করবেন সিনিয়র ডাক্তারদের নিয়ে গঠিত একাডেমিক কাউন্সিল। অন্যান্য ডাক্তাররা তাদের আইডিয়া এই একাডেমিক কাউন্সিলে শেয়ার করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, রিসার্চ সেলের অধীনে একটি সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরী গড়ে তোলা হবে এবং বিভিন্ন জার্নালের সাবস্ক্রিপশন করা হবে। নিয়মিত সিএমই /ওয়েবিনার/ হাতে কলমে প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হবে।
এই ভিশনারী উদ্যোগ গ্রহণের জন্য এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামের সিইও ডাক্তার অনন্ত এন রাও এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ল্যাবরেটরি মেডিসিনের প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম হোসেন। তিনি আশা করে বলেন, এই সেলের মাধ্যমে এখানে কর্মরত বিভিন্ন স্তরের ডাক্তাররা সুবিধা পাবেন এবং তাদের ক্যারিয়ারের অনেক উন্নতি হবে। একইসাথে রোগীরাও উপকৃত হবেন। জুনিয়র ডাক্তাররা রিসার্চ করতে শিখবেন, সিনিয়র ডাক্তাররা তাদের অভিজ্ঞতা এবং আইডিয়া শেয়ার করবেন- যাতে জুনিয়র ডাক্তাররা উপকৃত হন এবং তার ওপর ভিত্তি করে রিসার্চ আর্টিকেল লেখা ও প্রকাশ করা যায়। রিচার্স সেলের সার্বিক সাফল্য কামনায় সংশ্লিষ্ট সবার দোয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা আশা করেন তিনি।