সরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন ২১৬টি

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-30 18:20:00
সরকারি মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন ২১৬টি

মেডিকেল ভর্তি

দেশের সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে বিদেশি শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ থাকবে ২১৬টি। এর মধ্যে সার্ক কোটায় আসন ১১৭টি ও নন সার্ক কোটায় ৯৯টি আসন বরাদ্দ থাকবে।

 

মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ এ এসব তথ্য জানানো হয়।

 

সার্ক কোটায় বরাদ্দ ১১৭টি আসনের মাঝে ১০৪টি এমবিবিএস ও ১৩টি বিডিএস আসন। এছাড়া নন সার্কের ৯৯টি আসনের ৭২টি এমবিবিএস ও ২৭টি বিডিএস আসন।

 

সার্কভুক্ত দেশের ১০৪টি আসনের মাঝে ভারতের জন্য ২৪টি আসন, পাকিস্তানের জন্য ২৩টি, নেপালের জন্য ২২টি, ভুটানের জন্য ২২টি শ্রীলঙ্কার জন্য ১৫টি, মালদ্বীপের জন্য সাতটি, আফগানিস্তানের জন্য চারটি আসন বরাদ্দ রয়েছে।

 

আরও পড়ুন: মেডিকেল ভর্তির নীতিমালা প্রকাশ


আরও দেখুন: