অলাভজনক ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-29 20:52:00
অলাভজনক ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের একটি মিলনায়তনে ক্যান্সার সচেতনতা ফোরামের ১৫০ দিনের কর্মসূচি মূ্ল্যায়ন ও সুপারিশ বিষয়ক আলোচনা অনুষ্ঠান

অলাভজনক ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে সমাজের ধনাঢ্য ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের একটি মিলনায়তনে ক্যান্সার সচেতনতা ফোরামের ১৫০ দিনের কর্মসূচি মূ্ল্যায়ন ও সুপারিশ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 


জাতীয় ও আন্তর্জাতিক ৪৭ টি সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরাম ১ জুলাই- ৩০ নভেম্বর ২০২৪ মোট ১৫০ দিনের কর্মসূচি পালনের শেষ পর্যায়ে আজ  ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে উক্ত কর্মসূচির মূল্যায়ন ও সুপারিশমালার উপর একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। 
 

ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, স্কয়ার অনকোলজি সেন্টারের জ্যেষ্ঠ পরামর্শক ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, সাবেক সচিব ও পরিল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, বর্ষীয়ান রোটারিয়ান রওশন আরা আখতার এবং ফোরামের বিভিন্ন সদস্য সংগঠনের নেতারা। 

 

সূচনা বক্তব্যে ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, ১৫০ দিনের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল- ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস উদযাপন, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও এলাকাভিত্তিক সচেতনতা, গোলাপি সড়ক শোভাযাত্রা  ও স্ক্রিনিং, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোলাপি সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ, মাত্র ৫ হাজার টাকার প্রতীকী খরচে স্তন ক্যান্সার অপারেশন (গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সহযোগিতায়)। 

 

তিনি বলেন, ফোরামের কর্মসূচীর প্রতি সর্বমহলের আগ্রহ ও অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে। গত ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোলাপি সড়ক শোভাযাত্রায় ২০টির বেশি স্থানে পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণে অংশ নিয়েছেন ২২ জনের একটি টিম, যার মধ্যে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, সারভাইভার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা- কর্মীগণ। প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ, পথচারী, শ্রমজীবি মানুষের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে জানার আগ্রহ আছে। কিন্তু সরকারি খাতে এ ধরনের উদ্যোগ নেই বললেই চলে।

 

ডা. তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র, ক র্ম-পরিকল্পনা ও কর্মসূচী কার্যকর নেই। সরকারের, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় নেই। জনগোষ্ঠীভিত্তি ক্যান্সার নিবন্ধন চালু নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা হতাশাজনক। ক্যান্সার স্ক্রিনিং চলছে অসংগঠিত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে। তাই স্বাস্থ্য সংস্কারের সাথে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ১০% সেবা দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দেয়ার বিধান কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান। ধনাঢ্য ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান অলাভজনক উদ্যোগে ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে।

 

অধ্যাপক ডাঃ. সৈদ আকরাম হোসেন এই বক্তব্য সমর্থন করে স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে এ বিষয়ে লিখিত প্রস্তাবনা তুলে ধরার আহবান জানান। তিনি ক্যান্সার রোগীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার উপর গুরুত্ব দেন। স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের কার্যক্রমের প্রশংসা করে অন্যদের এগিয়ে আসার আহবান জানান। নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ডঃ. হালিদা হানুম আখতার ক্যান্সার থেকে  সুরক্ষা পাওয়া নারীর অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে বলেন, এ জন্য নারী অধিকার ও স্বাস্থ্য সংস্কার কমিশনকে একত্রে কাজ করতে হবে। অনুষ্ঠানে ১০ জন সাংবাদিককে ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক তুলে দেয়া হয়।  


আরও দেখুন: