আন্দোলনে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের দেখে অনুপ্রেরণা পেয়েছি: উপদেষ্টা আসিফ

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-23 20:41:00
আন্দোলনে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের দেখে অনুপ্রেরণা পেয়েছি: উপদেষ্টা আসিফ

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

গত ১৬ জুলাই রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রেরণা জুগিয়েছিল বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেলের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে 'জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল' শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

 

আসিফ মাহমুদ বলেন, ‘১৫ জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, তখন খুবই আতঙ্কে ছিলাম। ১৬ জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই।’

 

মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনে নিবেদিতপ্রাণ ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘আপনারা অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আপনাদের ধন্যবাদ দিতে পারিনি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

 

কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, ‘বিপ্লবে ঢামেকের বড় অবদান থাকলেও ৫ আগস্টের পরে আমরা সেভাবে স্বীকৃতি দিতে পারিনি। জাতির কাছে এই অবদান তুলে ধরতেই আজকের এই আয়োজন।’

সকল পেশায় রাজনীতি ঢুকে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশি হিসেবে নয়, বরং দলীয় পরিচয়ে থাকতে পছন্দ করি।’

 

‘৪ আগস্টে প্রতিটি মেডিকেলে শান্তি সমাবেশ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দালাল চিকিৎসকরা। আমরা দেখেছি, আওয়ামী লীগ প্রতিটি খাতে রাজনীতি প্রবেশ করিয়েছে। আর স্বাস্থখাতকে পুরোপুরি কব্জায় নিয়েছে। আমরা চিকিৎসা খাতে আর কোনো রাজনীতি চাই না’—যোগ করেন তারিকুল ইসলাম।


আরও দেখুন: