জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যের ডিজি

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-21 21:13:00
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাশত করা হবে না: স্বাস্থ্যের ডিজি

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে যশোর সার্কিট হাউসে জুলাই বিপ্লবে আহত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। কেবল অবহেলা না, কোনো রকম হয়রানির খবর পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে অধিদফতর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে যশোর সার্কিট হাউসে জুলাই বিপ্লবে আহত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।


স্বাস্থ্য মহাপরিচালক আরও বলেন, ‘শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে এদেশের মানুষ। দেশের মানুষের মুক্তির জন্য শ’ শ’ শিক্ষার্থী বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার শিক্ষার্থী হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। হাসপাতালে দেখতে গিয়ে চোখের পানি ধরে রাখা যায় না। তারপরও তারা হাসিমুখে কথা বলছে। এসকল যুবকের অনেক আক্ষেপ রয়েছে। তাদের সেসব আক্ষেপ মেটাতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে আহতদের ব্যাপারে দরদি হতে হবে। হাসিমুখে সেবা দিতে হবে। এসব আহতরা যাতে চিকিৎসা সেবা নিতে গিয়ে হয়রানি কিংবা অবজ্ঞার শিকার না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি দিতে হবে।’


তিনি আরও বলেন, ‘যশোর মেডিকেল কলেজের সাথে হাসপাতাল করার দীর্ঘদিনের দাবি এখানকার মানুষের। এ হাসপাতালের বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে। এ প্রকল্প বর্তমানে কেবিনেটে ওঠার অপেক্ষায় রয়েছে। কেবিনেটে পাস হলেই কাজ শুরু হবে। যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলা পর্যন্ত লিফট চালুর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।’


মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ও খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুর্শিদ। যশোর সিভিল সার্জন অফিস এ মতবিনিময়ের আয়োজন করে। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


এর আগে, এদিন সকালে চৌগাছা নবনির্মিত একশ' শয্যা উপজেলা হাসপাতাল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। একই সাথে হাসপাতালে ভর্তিরত রোগীদের সঙ্গে চিকিৎসার খোঁজ খবর নেন।


আরও দেখুন: