ম্যাটস কোর্স শেষে ৬ মাসের ভাতাবিহীন ইন্টার্নশিপ অনুমোদন
ডক্টর টিভি রিপোর্ট
2024-11-21 15:21:00
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ৪ বছরের একাডেমিক কোর্স শেষে ৬ মাসের ভাতাবিহীন ইন্টার্নশিপ এর সুযোগ পাবেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সাধারণ ম্যাটস ঐক্য পরিষেদের পত্র এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রস্তবনামতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধির জন্য চার বছরের ম্যাটস একাডেমিক কোর্স শেষে সরকারি ও বেসরকারি হাসপাতালে লগবুকসহ ৬ মাসের ভাতাবিহীন ইন্টার্নশিপের অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।