হিউম্যান রিসার্চ ল্যাব এন্ড হসপিটালের বহিঃবিভাগ উদ্বোধন
হিউম্যান রিসার্চ ল্যাব এন্ড হসপিটালের বহিঃবিভাগ উদ্বোধন
হিউম্যান রিসার্চ ল্যাব এন্ড হসপিটালের বহিঃবিভাগ চালু করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ সাইদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, গ্রীন সেইভার্স-এর প্রতিষ্ঠাতা আহসান রনি, মাদল-এর পরিচালক সাম্মী মাসুদ ও মেহেদী মাসুদ, হিউম্যান রিসার্চ ল্যাব এন্ড হসপিটাল-এর পরিচালনা পর্ষদের সভাপতি ডা. কে একে সালাহউদ্দিন এবং হিউম্যান এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও গবেষক ডা. শেখ মইনুল।
অনুষ্ঠানে জানানো হয়, `হিউম্যান রিসার্চ ল্যাব এন্ড হসপিটালে দেশের স্বনামধন্য চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। এখানে রয়েছে নিজস্ব ও সহযোগী ল্যাব, যেখানে সকল প্রকার টেস্টের সুবিধা পাওয়া যায়। এছাড়াও যেসব রোগী হাসপাতালে আসতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে হোম হেলথ সার্ভিস। হিউম্যান রিসার্চ ল্যাব এন্ড হসপিটাল আধুনিক চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।