খুমেক হাসপাতালে ৭০ চিকিৎসকের পদ শূন্য, চিকিৎসা সেবা ব্যাহত

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-17 11:43:00
খুমেক হাসপাতালে ৭০ চিকিৎসকের পদ শূন্য, চিকিৎসা সেবা ব্যাহত

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৭০টি চিকিৎসকের পদ শুন্য থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। একইসাথে নার্স-তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীসহ আরও ৫৩টি স্টাফের পদ শূন্য রয়েছে। শূন্যপদে জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

১৯৮৯ সালে খুলনার বয়রায় প্রতিষ্ঠিত হয় ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা হাসপাতাল। যা ১৯৯২ সালে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর এবং ২০০৮ সালে ৫০০ শয্যায় উন্নীত হয়। হাসপাতালটিতে ১৬টি বিভাগে ৩১ ওয়ার্ড রয়েছে।

 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন দেড় হাজার রোগী ভর্তি থাকেন হাসপাতালে। তাদের সেবা দিতে হিমশিম খান চিকিৎসক ও নার্সরা। লোকবল কাঠামোয় ২৮৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন ২১৯ জন। এ ছাড়া নার্স, থেরাপিস্ট, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ৫৩টি পদ শূন্য।

 

হাসপাতালে সেবা নিতে আসা এক রোগী বলেন, সাত দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তিনি। হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশ ও অনেক কোলাহল। সঠিকভাবে সেবা পাচ্ছেন না তিনি।

 

চিকিৎসক জানান, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই হাসপাতালে ডিউটি করতে হচ্ছে। চিকিৎসকদের সংখ্যা বাড়ানো হলে চাপ অনেকটাই কম পড়ত।

 

হাসপাতালের নার্স জানান, জনবল কম থাকায় সকালে রোগীদের ওষুধ দেওয়া শেষ করতে না করতেই সময় হয়ে যায় দুপুরের ওষুধের। একদমই সময় পাওয়া যায় না।


জনবল সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আক্তারুজ্জামান।


আরও দেখুন: