যশোরে আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-13 20:36:00
যশোরে আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোর সেনানিবাসে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

যশোর সেনানিবাসে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আর্টডকের জিওসি ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদরের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, যশোর আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ, চীফ এক্সিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। 

 

সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি, কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠ অফিসার, এ্যাডজুটেন্ট জেনারেল, এমআইএসটি’র কমান্ড্যান্ট; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট।

 

এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরীর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারবর্গের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান। 


আরও দেখুন: