আন্দোলনে আহত ৮৫ রোগীকে চিকিৎসা দিয়েছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর)
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানিয়েছেন, গত জুলাই-আগস্ট ছাত্রি-জনতার আন্দোলনে আহত ৮৫ জন রোগী দেখেছেন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক দল। তিনি বলেন, যুক্তরাজ্যের চিকিৎসক দল এখন পর্যন্ত ১৬ জনের সার্জারি করেছেন এবং আগামীকাল আরও দুজনের সার্জারি করবেন। এছাড়াও তারা আমাদের চিকিৎসা প্রটোকল ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট।
বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক নিটোরে আহত ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন। তারা হাসপাতালের চিকিৎসক এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন।
এদিন স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালের চতুর্থতলায় প্রত্যেকটি রোগীর খোঁজ-খবর নেন।