৬ চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন
ছবি: সংগৃহীত
বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে কর্মরত ছয় চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১১ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে তিন চিকিৎসককে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। এছাড়া বদলি বা পদায়নকৃতরা আগামী ২০ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদায়নকৃতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সহযোগী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডা. সৈয়দা রুম্মান আক্তার সিদ্দিকিকে ওই মেডিকেল কলেজে একই পদে পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে টাঙ্গাইল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মো. এনামুল হক খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মোহাম্মদ ওয়ালিউল হাসনাত সজীবকে টাঙ্গাইল মেডিকেল কলেজ, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (ইউরোলজি) ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও নেত্রকোণা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. মোস্তফা কামাল উদ্দিন খানকে ঢাকা মেডিকেল কলেজ এবং কুমিল্লা মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি সহকারী অধ্যাপক (রেসপিরেটরি মেডিসিন) ডা. মীর্জা মোহাম্মদ ইদ্রিস আলীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বদলি করা হয়েছে।
এছাড়া জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (হেমাটোলজি) ডা. মির্জা গোলাম সারওয়ার, টাঙ্গাইল মেডিকেল কলেজে সংযুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন) ডা. সারোয়ার মাহবুব ও সিলেট এমওজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. মোহাম্মদ জাহেদুল ইসলামকে যথাক্রমে শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্তিতে প্রেরণ করে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করা হয়েছে।