অত্যাধুনিক এমআরআই চালু হলো অরোরা স্পেশালাইজড হাসপাতালে
ফিতা কেটে এমআরআই মেশিনের উদ্বোধন করেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তার। ছবি: ডক্টর টিভি
দ্রুত রোগশনাক্তে রাজধানীর কাকরাইলে অরোরা স্পেশালাইজড হাসপাতালে খোলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই ইউনিট।
সোমবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসাবিদ গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আক্তার।
হাসপাতালের ডিজিএম মো. শাহে আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ হাসিবুল মাজীদ।
এ সময় বক্তব্য রাখেন অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মিজানুর রহমান, ডা. তাজল ইসলাম রবি, নিউরো সার্জন ডা. মো. মাহফুজুর রহমান, ডা. সুজন শরীফ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. নাহিদুজ্জামান সাজ্জাদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রোগীদের সামর্থ্য অনুযায়ী যথাযথ সেবা নিশ্চিতে চিকিৎসা সরঞ্জামের সর্বাধুনিক মানের প্রযুক্তি ব্যবহার করা হয় অরোরা স্পেশালাইজড হাসপাতালে। নতুন সংযোজিত এমআরআই মেশিনও বেশ অত্যাধুনিক। এতে পরীক্ষা-নিরীক্ষায় সময় কম লাগায় রোগীদের কষ্ট কম হয়। কয়েক ঘণ্টার মধ্যে রিপোর্ট মেলায় রোগীরাও দ্রুত চিকিৎসা পান।
সবমিলিয়ে অরোরা স্পেশালাইজড হাসপাতালের সেবার মানকে আরও একধাপ এগিয়ে নিতে মেশিনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।