ছয় দফা দা‌বিতে মেডিকেল টেকনোলজি-ফার্মেসি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-11 16:15:00
ছয় দফা দা‌বিতে মেডিকেল টেকনোলজি-ফার্মেসি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দফা দা‌বিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মেডিকেল টেকনোলজি-ফার্মেসি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দফা দা‌বিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার (১১ ন‌ভেম্বর) বেলা ১১টায় মহাখালী টিবি গেইটস্থ স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নেয় তারা। এ সময় আন্দোলনকারীরা ‘রক্ত লাগলে রক্ত নিন, উচ্চ শিক্ষার সুযোগ দিন’-সহ নানা দাবি সংবলিত প্লেকার্ড প্রদর্শন করে। এদিন শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হলে তারা কর্মবিরতির মতো কঠিন সিদ্ধান্তে যাওয়ার হুঁশিয়ারি দেন।

 

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

 

১. স্বতন্ত্র পরিদফতর গঠন করতে হবে।

 

২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে ডাব্লিউএইচওর আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

 

৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করতে হবে।

 

৪. ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে।

 

৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে।

 

৬. বি ফার্মসহ সব অনুষদের বি এস সি ও এম এস সি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।


আরও দেখুন: