স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম ডক্টরগিরির যাত্রা শুরু

ডক্টর টিভি রিপোর্ট
2024-11-11 12:35:00
স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফর্ম ডক্টরগিরির যাত্রা শুরু

টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ডিজিটাল হেলথ সার্ভিস ‘ডক্টরগিরি’

টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ডিজিটাল হেলথ সার্ভিস ‘ডক্টরগিরি’। রোববার (১০ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা করলো  ডক্টরগিরি লিমিটেড (বাংলাদেশ) ও ডক্টরগিরি এলএলসি (ইউএসএ)।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এর মাধ্যমে রোগীরা তাদের চিকিৎসকের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করতে পারবেন, রোগ নির্ণয় করতে পারবেন এবং বিশেষজ্ঞদের কাছে রেফারেল সুবিধা পাবে। এ ছাড়া, চিকিৎসকদের জন্যও অত্যন্ত কার্যকর হবে এই প্ল্যাটফর্মটি। এটি ব্যবহার করে রোগীর রেকর্ড সংরক্ষণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য অত্যাধুনিক সফটওয়্যার ব্যবস্থাপনার সুযোগ পাবেন তারা।

 

 এ সময় প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ডা. মহিউদ্দিন কাউসার ও রাজু মহাজন (ইএসকিউ) জানান, আগামীতে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করবে ‘ডক্টরগিরি’। একইসাথে বাংলাদেশি নাগরিকদের জন্য টেলিমেডিসিন সেবা, সাধারণ স্বাস্থ্য তথ্য এবং পেশাদার চিকিৎসকদের পরামর্শ সহজলভ্য করে তুলতে কাজ করবে ডক্টরগিরি প্ল্যাটফর্ম। 

 

প্রেস কনফারেন্সে রাজু মহাজন বলেন, স্বাস্থ্যসেবা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ খাত। তবুও, অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে, এমনকি উন্নত অর্থনীতির অভিবাসীরাও উচ্চ ব্যয়ের কারণে মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমাদের লক্ষ্য হলো তাদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা।

 

এদিকে, ডা. মহিউদ্দিন কাউসার বলেন, যদিও আমাদের লক্ষ্য বিশ্বব্যাপী মানুষের সেবা করা, তবে আমাদের প্রাথমিক ফোকাস হবে বাংলাদেশি নাগরিক এবং অভিবাসীদের দিকে। এই সেবা সারা বিশ্বের যেকোনো স্থান থেকে সহজেই ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষত, প্রবাসী বাংলাদেশিরা যাতে তাদের কর্মস্থল বা বাসস্থান থেকে দূরে থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা নিতে পারেন, এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আরও দেখুন: