ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
হাইকোর্ট
নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের ওপর শুনানি আগামী বুধবার (১৩ নভেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন আদালত। রোববার (১০ নভেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চে দুই দফা শুনানি শেষে এ দিন ধার্য করা হয়।
শুনানিতে ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) এর পক্ষে যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট শিশির মনির। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার এরশাদ।
বিভ্রান্তি তৈরি হতে পারে বলে ডাক্তার পদবি ব্যবহার না করার বিষয়ে একমত পোষণ করেন বাদীপক্ষের আইনজীবী। তবে এর পরিবর্তে স্বাস্থ্যসেবায় সম্পৃক্ত হিসেবে পেশাজীবী হিসেবে একটি সম্মানজনক পদবি, যেমন–ডিপ্লোমা চিকিৎসক বা এই ধরনের কোন পদবির কথা বলেন।
বিএমডিসির আইনজীবী বলেন, আইন অনুযায়ী তাদের পদবি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যা তারা ধারণ করছেন। সুতরাং নতুন কোন পদবির প্রয়োজন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুসারেও তাদের পদবি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। সুতরাং তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে সরকার তাদের বাধা দিবেন না।